Header Ads

ad

Model Activity Task "Poribesh" Class V , Part 1


১. পুকুরে জল পরিষ্কার রাখার জন্য পুকুরে গবাদি পশু স্নান করানো, জামা কাপড় কাচা নিষিদ্ধ , প্লাস্টিক , পলিথিন ফেলা নিষিদ্ধ। বাড়ির পয়ঃপ্রণালীর জল যাতে কোনো ভাবে পুকুরের জলের সাথে না মেশে সেদিকেও খেয়াল রাখতে হবে। 

২. ভূপৃষ্ঠের দূষিত জল চুইয়ে চুইয়ে মাটির নিচের অগভীর স্তরে গিয়ে জমা হয়।  তাই কম গভীর টিউবওয়েল এর সাহায্যে সেই দূষিত জল আবার উপরে উঠে আসে। তাই কম গভীর টিউবওয়েল এর জল খাওয়া উচিত নয়। 

৩. কোনো অঞ্চলের জীববৈচিত্র্যকে সংরক্ষণ না করলে বাস্তুতন্ত্রে ব্যাঘাত ঘটবে।  আর বাস্তুতন্ত্রে ব্যাঘাত ঘটলে মানুষের পক্ষেও খুব ক্ষতিকর। 

৪. আমরা লক্ষ্য করে দেখেছি যে যেদিন পিঁপড়েরা তাদের ডিম উঁচুতে বহন করে নিয়ে যায় সেদিনেই বৃষ্টি হয়। বারবার এই ঘটনা লক্ষ্য করে বলা যায় যে পিঁপড়েরা বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে। 









No comments

If you want to know anything tell me please.