Model Activity Task for Class 6 Math Part 1
উত্তর :
১. 7994424 - এই সংখ্যাটিতে তিনটি 4 -এর স্থানীয় মানের সমষ্টি হলো
(4000+400+4)= 4404
২. স্থুলকোনী ত্রিভুজ এঁকে দেখানো এখানে সম্ভব নয় , তবে আমি বলে দিচ্ছি কিভাবে আঁকবে।
প্রথমে একটি সরল রেখাংশ স্কেলের সাহায্যে এঁকে নেবে। ধরো 5 সেমি। তারপর আলাদা করে AX একটি রেখাংশ নেবে। A বিন্দুকে কেন্দ্র করে চাঁদার সাহায্যে স্থুলকোন ∠BAX এঁকে নেবে। তারপর AX থেকে 5 সেমি AC কেটে নেবে এবং AB থেকে 5 সেমি AD কেটে নিলে। D ও C যোগ করে দিলে সমদ্বিবাহু ত্রিভুজ DAC উৎপন্ন হবে।
৩. 1 টি বর্গাকার তৈরী করতে 4 টি কাঠি লাগে।
2 টি বর্গাকার তৈরী করতে 2 x 4 টি কাঠি লাগে।
n টি বর্গাকার তৈরী করতে কাঠি লাগে n x 4 = 4n টি কাঠি লাগবে।
4n সংখ্যাটিতে ধ্রুবক হলো 4 এবং চল হলো n
৪. 1 ঘন্টা = 60 মিনিট
1 ঘন্টার 2/5 অংশ = 60 x 2/5 = 24 মিনিট
1 ঘন্টার 5/12 অংশ = 60 x 5/12 = 25 মিনিট
অর্থাৎ সমীরের সময় লেগেছে 24 মিনিট এবং মিতার সময় লেগেছে 25 মিনিট।
অর্থাৎ মিতার (25 - 24) = 1 মিনিট বেশি সময় লেগেছে।
Post a Comment