Header Ads

ad

Model Activity Task class 6 History Part 1



উত্তর :

১.  আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনের তিনটি ধারা দেখা গেছে ----
i ) পুরানো পাথরের যুগ : - পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতি ধীরে ধীরে বদলে যাচ্ছিলো।  হাতিয়ার গুলো আস্তে আস্তে হালকা , ছোটো  ও ধারালো হচ্ছিলো। একটা বড়ো পাথরের গায়ে আঘাত করে তার কোনাচে অংশগুলো বার করা হতো। তার ফলে ভারী নুড়ি পাথরের হাতিয়ারের ব্যবহার কমতে থাকে। পুরানো পাথরের যুগের মাঝের দিকে ছুরি জাতীয় হাতিয়ার ব্যবহার করা হতো।
ii) মাঝের পাথরের যুগ :- এই যুগে চুড়িগুলি অনেক বেশি ধারালো ও ছোটো হয়ে গেলো। এ যুগে ছোট হাতিয়ার গুলো গাছের ডালের সঙ্গে জুড়ে বা গেঁথে নেওয়া হতো।
iii) নতুন পাথরের যুগ :- এই যুগে পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল। নানান রকমের পাথরের হাতিয়ার বানানোর পাশাপাশি ছোটো পাথরের হাতিয়ার তৈরী করা শুরু হয়।

চিত্র :  তোমাদের text বইয়ের ২৪ no পৃষ্ঠার ২.৪ ছবিটা নিজেদের আঁকতে হবে।

২. ধাতু , আগুন , চাকা --এই তিনটি আবিষ্কারের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় আবিষ্কার "আগুন " বলে আমি মনে করি।
কারণ : আগুনের ব্যবহারের ফলে প্রচন্ড শীতের হাত থেকে মানুষ বাঁচে। বিভিন্ন জীবজন্তুর আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আগুনের ব্যবহার করতো।  তাছাড়া আগুনের ব্যবহারের ফলে মানুষের খাদ্যাভ্যাস বদলে গেল। তারা কাঁচা মাংসের বদলে ঝলসানো নরম মাংস খেতে শুরু করে। তাতে তাদের চোয়ালের জোর কম লাগতো। তাই ধীরে ধীরে তাদের চোয়াল সরু হয়ে এলো , সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল। শরীরের জোর বাড়লো , বুদ্ধির বিকাশ হলো।

৩. হরপ্পা শহরে গেলে আমি যেগুলো দেখবো সেগুলো হলো ---- i ) সিটাডেল , ii ) শস্য ভান্ডার , iii ) শৌচাগার ও স্নানাগার , iv ) চওড়া পাকা রাস্তা , v ) সিলমোহর , vi) হরপ্পার গয়না , vii) মাটির পাত্র , viii) বাটখারা , ix) ব্রোঞ্জের নারী মূর্তি  ইত্যাদি।

৪.  ক , খ , গ ---এই তিনটি ঠিক উত্তর হবে। 

No comments

If you want to know anything tell me please.