Header Ads

ad

Model Activity Task for Class 6 Poribesh , Part 1



উত্তরঃ

১. i) ভৌতপরিবর্তনে পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থটা ফিরে পাওয়া যায়। 
      রাসায়নিক পরিবর্তনে পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থটা সহজে ফিরে পাওয়া যায় না। 
   ii) ভৌতপরিবর্তন উভয়মুখী ঘটনা। 
        রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা। 
   iii) ভৌতপরিবর্তনে পদার্থের মূল গঠন ঠিক থাকে। 
        রাসায়নিক পরিবর্তনে পদার্থের মূল গঠন পরিবর্তিত হয়। 

২. যদি পরিবর্তনের পর অনুভব করি পূর্বের পদার্থটির থেকে ধৰ্ম , রং , গন্ধ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে , তাহলে বুঝবো রাসায়নিক পরিবর্তন হয়েছে। 

৩. মৌটুসী একধরণের ছোট পাখি।  এরা সাধারণত ফুলের পরাগ, মকরন্দ খায়।  এগুলি সংগ্রহ করার সময় এদের ঠোঁটে ফুলের পরাগ লেগে যায়।  আবার যখন স্ত্রী ফুল থেকে  মকরন্দ সংগ্রহ করতে যায় তখন গর্ভমুণ্ডে পরাগরেণু স্থাপন হয়।  এই ভাবে পরাগমিলানে সাহায্য করে মৌটুসী পাখি। 

৪.  পরিষ্কার পাত্রে পুরানো দই বা দইয়ের সাজা লাগাতে হবে -----------দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে -------------দইয়ের সাজা লাগানো পাত্রে সেই দুধ ঢালতে হবে --------------ঢেকে সারারাত্রি রেখে দিতে হবে ------------সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস দুধ কে দইয়ে পরিণত করবে। 

No comments

If you want to know anything tell me please.