Header Ads

ad

Model Activity Task for Class 6 Geography, Part 1



উত্তরঃ

১. এখানে বাতাস নেই , তাই নিশ্বাস নেওয়া যায় না।  এখানে নিজেদের এত হালকা লাগে যে অনায়াসে বড়ো বড়ো খানাখন্দ লাফিয়ে লাফিয়ে পার হওয়া যায় অথবা এক লাফে উঠে যাওয়া যায় উঁচু টিলায়। এখানে সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় ছয়ভাগ হালকা।  এখানে সবসময় নিস্তব্ধ।  যত চিৎকার করো কেউ শুনতে পাবে না। এখানে নিজেদের মধ্যে কথা বলতে হয় ইশারায় অথবা রেডিয়োর মাধ্যমে। 

২. পৃথিবী নিজের অক্ষের চারিদিকে খুব জোরে জোরে ঘোরে বলে উপর - নীচ কিছুটা চাপা , আর মাঝের দিকটা স্ফীত।  তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা ন্যাস্পাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে 'পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো ' যাকে ইংরাজিতে বলা হয় 'জিওড ' (Geoid) । 

৩. চিত্রঃ -- তোমাদের টেক্সট বইয়ের ২০ no পৃষ্ঠার " বিশেষ বিশেষ অক্ষরেখা " যে ছবি তা আছে সেটা তোমাদের নিজেদের এঁকে নিতে হবে। 

৪. পাঞ্জাব , হরিয়ানা, উত্তরপ্রদেশ , বিহার , পশ্চিমবঙ্গ ও আসাম - এই রাজ্য গুলোর মধ্যে উত্তরের সমভূমি অঞ্চল অবস্থিত।  সিন্ধু , গঙ্গা , ব্রহ্মপুত্র  এই নদীগুলি দ্বারা পার্বত্য অঞ্চলের নুড়ি ,কাঁকর ,পলি , বালি বয়ে এনে এই সমভূমির সৃষ্টি হয়েছে।  নদীগঠিত সমভূমি হওয়ার জন্য মাটি খুবই উর্বর , তাই চাষবাস খুব ভালো হয়। সমভূমি হওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা ভালো।  সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। 

No comments

If you want to know anything tell me please.