Header Ads

ad

Model Activity Task for Class 7 , History , Part 1



উত্তরঃ

১. পালযুগের মতো সেনযুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার সেভাবে ঘটে নি। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই বেশি প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ও পৌরাণিক এই দুয়ের মিশ্রণ ঘটেছিলো।  সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণৱ , পূর্বসূরিরা ছিলেন শৈব। বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা খুব একটা সুযোগ সুবিধা পেতো না। 

২. প্রাচীন বাংলার অঞ্চল গুলি হলো ---পুন্ড্রবর্ধন , রাঢ় , বরেন্দ্র , বঙ্গ , বঙ্গাল , সুহ্ম , সমতট , হরিকেল , গৌড়। 
নদীগুলি হলো ----ভাগীরথী , পদ্মা , মেঘনা , করতোয়া , অজয়, দামোদর , কংসাবতী। 

৩. চিত্রঃ তোমাদের টেক্সট বইয়ের ২৬ no পৃষ্ঠার ত্রিভুজাকৃতির ছবিটি তোমাদের আঁকতে হবে এবং পাশের লেখাটি লিখতে হবে। 

চিত্র টি ত্রিভুজ বা পিরামিডাকৃতির হয় কারণ :-- ভারতের আদি মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যাবস্থার যদি ছবি আঁকি তাহলে ত্রিভুজ বা পিরামিডের আকার হয় , কেননা সামন্ততান্ত্রিক ব্যাবস্থায় নিম্ন শ্রেণীর উপর শোষণকারী শ্রেণীর ব্যাক্তি সংখ্যা উপরের দিকে ক্রমপর্যায়ে কমতে কমতে একজন শাসক বা রাজার উপর দাঁড়াতো।  ফলে স্বাভাবিক ভাবে তা অনেকটা ত্রিভুজের মতো দেখাত। 

৪. পাল ও সেন যুগে প্রধান কৃষিজাত ফসল গুলি ছিল ধান , পাট , আখ , নীল , সরষে , তুলো এছাড়া বিভিন্ন শাকসব্জি , পান , সুপারি, এলাচ , মহুয়া ইত্যাদি প্রচুর পরিমানে উৎপন্ন হতো। 
    পাল ও সেন যুগে যেসব ফসল চাষ হতো সেগুলো এখনো চাষ হয় , যেমনঃ ধান , সরষে , বেগুন , লাউ , কুমড়ো , ঝিঙে , কচু , কাঁকরোল , আখ ইত্যাদি। 

No comments

If you want to know anything tell me please.