Header Ads

ad

Model Activity Task with Answer for Class 7 , Poribesh , Part 1



উত্তরঃ

১.  C= 40 ,  F = ?

   c/5 = (F - 32)/9
 or, 40/5 = (F - 32)/9
or, 8 = (F - 32)/9
or, (F - 32) = 8 x 9
or, (F - 32) = 72
or, F = 72 + 32
or, F = 104

অর্থাৎ ফারেনহাইট স্কেলে মান হবে 104 ডিগ্রী।

২. ম্যারাসমাস রোগের লক্ষণ গুলি হলো ---
 i ) দেহের পেশী গুলির খুব বেশি ক্ষয় হয়।
ii ) দেহের বিভিন্ন জায়গায় চামড়া কুঁচকে যায়।
iii ) বুকের হাড়গুলো বাইরে থেকে দেখা যায়।
iv ) চামড়া ও চুল ফ্যাকাশে হয়ে যায়।
v ) হাত পা গুলো সরু হয়ে যায়।

৩. তুঁতের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে লোহা তুঁতে থেকে ধাতব কপার অধঃক্ষিপ্ত করবে , এবং ফেরাস সালফেট উৎপন্ন করবে। অধঃক্ষিপ্ত হাওয়া কপার লোহার পেরেকের গায়ে লাল রঙের আস্তরণ তৈরী করবে।

 সমীকরণ  :   Fe + CuSO4 = FeSO4 + Cu ↓

৪.
i ) ঘামের মাধ্যমে জল মানবদেহের বাইরে বেরিয়ে যায়।
ii ) মল ও মূত্রের মাধ্যমে জল মানবদেহের বাইরে বেরিয়ে যায়।
iii ) বাস্প আকারে মুখের মাধ্যমে জল দেহের বাইরে বেরিয়ে যায়। 

No comments

If you want to know anything tell me please.